ইসকস-এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান এবং শুভেচ্ছা স্মারক প্রদান
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৩:০৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী সমাজসেবী সংগঠন ইটা ইসলামি সমাজ কল্যাণ সংস্থার ২০২৩-২০২৪ কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান গত ১৮ আগষ্ট ২০২৩ ইং রোজ শুক্রবার বাদ মাগরিব সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী রাব্বি রতন এর সঞ্চালনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সহ-প্রচার সম্পাদক ময়নুল ইসলাম রাব্বি। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি আলমগীর হোসেন,বক্তব্য প্রদান করেন উপদেষ্টা মাও: গোলাম হোসেন, জালাল উদ্দীন খান, মুহিবুর রহমান খান, মাও: ফয়জুল ইসলাম, প্রবাসী সদস্য ময়নুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সাজু আহমদ।
শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা মাও: গোলাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল কাদির রিপন, সহ সভাপতি রাজন আহমদ, যুগ্ম সম্পাদক মুর্শেদ খান রাফি, কোষাধ্যক্ষ আবু বকর কয়েস, সহ কোষাধ্যক্ষ নাইম আহমদ, অফিস সম্পাদক সজিবুর রহমান, সহ অফিস সম্পাদক মোছাব্বির আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক ইকবাল হোসেন, সমাজ কল্যান সম্পাদক সাহেদ আহমদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম ফয়েজ, সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক বায়েজিদ আহমদ তানভীর, সহ পাঠাগার সম্পাদক রেজাউল করিম মিসবাহ, সহ কৃষি বিষয়ক সম্পাদক মোজাম্মেল আহমদ, নির্বাহী সদস্য তারেক আহমদ ,ইমরান হোসেন, নির্বাহী সদস্য সাকিব খান,সদস্য নাইম আহমদ প্রমুখ।
সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম স্বদেশ আগমন উপলক্ষে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরিশেষে, দেশ ও প্রবাসের সকলের জন্য দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।