ওলামায়ে কেরামের মুক্তি চেয়ে মৌলভীবাজারে শায়খুল হাদিস পরিষদের স্মারকলিপি প্রদান
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৩, ৮:৪৯ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
শাইখুল হাদিস পরিষদ কেন্দ্র ঘোষিত আল্লামা মামুনুল হকসহ ওলামায়ে কেরামের মুক্তি, আলেম-ওলামা ও তওহিদী জনতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শাইখুল হাদীস পরিষদের মৌলভীবাজার জেলা আহবায়ক মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমীর নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল ।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আবুল কালাম, মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা লুৎফর রহমান কামালী, মাওলানা শামসুল ইসলাম ওলিপূরী, মাওলানা রহমত আলী, মাওলানা আল আমিন আহমেদ, মাওলানা মুহাম্মদ বিন বাশার, প্রমুখ।