মৌসাসের বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ৮:৩০ অপরাহ্ণ
প্রেস রিলিজ::
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ (মৌসাস)।
রবিবার (২০ আগস্ট) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ (মৌসাস) এর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় নারকেল, লিচু, কাঁঠালসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়।
মৌসাসের পরিচালক সৈয়দ আতিফ আলীর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ এর চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, কবি শাহ সুফি, ব্যবসায়ী মোক্তাদির হোসাইন। সার্বিক তত্বাবধানে ছিলেন মৌসাসের সহকারী পরিচালক শাহ রাহমিদ আলী।
মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ-মৌসাস সাপ্তাহ ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি ঘোষনা করেছে। এরমধ্যে এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালিত হয়েছে।