ইংল্যান্ডের পোর্টসমাউথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন মৌসুমী আক্তার
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ৩:৫৩ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি ::
ইংল্যান্ডের পোর্টসমাউথ ইউনিভার্সিটি থেকে (এম.এ.) মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন মৌলভীবাজারের কৃতি সন্তান মৌসুমী আক্তার (মুন) । তিনি বিজনেস কমিনিউকেশনের ইন্টারন্যাশনাল লিডারশীপে (এম.এ.) মাস্টার্স সম্পন্ন করেছেন।
মৌসুমী আক্তার (মুন) মৌলভীবাজার উপজেলার ৮ নং কনকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর বুদ্ধিমন্তপুর গ্রামের মৃত মোহাম্মদ আব্দুর রহিম সাহেবের ৩য় মেয়ে।
গত ২১ জুলাই ইংল্যান্ডের পোর্টস মাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর গ্রাহাম গ্লাব্রিথ (GRAHAM GALBRAITH) এর কাছ থেকে মাস্টার্সের ফলাফল গ্রহন করেন মেধাবী মৌসুমী আক্তার (মুন)।