কুলাউড়ায় হত্যা মামলার ২ আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৩, ৩:২৩ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল বাজারে জায়গা দখলকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলার ২জন আসামীকে গ্রেফতার করেছে কুলাউড়া থানার গোয়েন্দা পুলিশ। ১৭ আগষ্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতাকৃতরা হলেন, ৩নং আসামী মেহেদি হাছান নহর ও ৬নং আসামী আব্দুল্লাহ আল মামুন।
জানা যায়, ২০২১ সালের ২২ অক্টোবর বিকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল বাজারে জায়গা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পথচারী মধু মিয়া নিহত হন। নিহত মধু মিয়া বাদে ভুকশিমইল গ্রামের ফয়েজ মিয়ার ছেলে। নিহত মধু মিয়াকে আওয়ামীলীগের কর্মী দাবি করে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু বাদী হয়ে ঘটনার পরের দিন ২৩ অক্টোবর ১০ জনকে আসামী করে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা এই মামলার আসামী।
মামলায় আসামীরা হলেন ১। আবুবককর ২। মোহাম্মদ ফারুক আহমদ ৩। মেহেদি হাছান নহর ৪। মোঃ ফরহাদ আহমদ ৫। মুহিবুর রহমান ৬। আব্দুল্লাহ আল মামুন ৭। মোঃ রাফি আহমদ ৮। রাজন মিয়া ৯। লাবিব হাসান ও ১০। সজিব আহমদ।
এবিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ছালিক আহমদ আসামী মেহেদি হাছান নহর ও আব্দুল্লাহ আল মামুন’কে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, অন্যান্য আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। এ মামলায় কাউকেই ছাড় দেয়া হবে না।