জাতীয় শোক দিবসে উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩, ৫:৫৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিক উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে পৌরসভা মিলনায়তনে কাউন্সিলর মোঃ জালাল আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।
পৌরসভা ষ্টোর কিপার মোঃ রুমেল আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তাগণ এবং জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।