খালেদা জিয়ার ৭৮ তম জন্মদিন ও দীর্ঘায়ু কামনায় মৌলভীবাজার জেলা বিএনপির মিলাদ ও দোয়া
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩, ৫:৪৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মদিন উপলক্ষে ও সুস্বাস্থ্য কামনায় মৌলভীবাজার জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মদিন ও দীর্ঘায়ু কামনায় মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে শহরের প্রাণ কেন্দ্র দেওয়ানী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা বিএনপির সিনিয়র নেতা মোশাররফ হোসেন বাদশা, সিনিয়র নেতা আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, পৌর বিএনপি’র সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা সেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সদস্য সচিব আহাদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা সেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।