মৌলভীবাজারে সাঈদীর গায়েবানা জানাযা হয়নি
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৩, ২:৪৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযা মৌলভীবাজারে করতে পারে নি জেলা জামায়াত।
বুধবার (১৬ আগস্ট) জোহরের নামাজের পর শহরের টাউন ঈদগাহে এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের বাধার কারণে জানাযা হয়নি বলে জানায় প্রচার বিভাগ।
জেলা জামায়াতের অফিসিয়াল ফেইসবুক পেইজে পোস্ট করে জানানো হয়, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে জানাচ্ছি যে, পুলিশ প্রশাসনের বাঁধার কারণে মৌলভীবাজার জেলা শহরে টাউন ঈদগাহ ময়দানে বুধবার বাদ জোহর শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর পূর্বঘোষিত গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছেনা। গায়েবানে জানাজার পরিবর্তে জেলা ও উপজেলার সকল মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। গায়েবানা জানাজার মতো মানবিক কর্মসূচী পালনে বাধা প্রদানে জেলাবাসী বাকরুদ্ধ।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মনজুর রহমান বলেন, এ বিষয়ে আমাদের অবগত করেনি জামায়াত। আর অবগত করলেও তাদের এমন আয়োজনের অনুমতি দেওয়া হবে না।