মৌলভীবাজারে ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল জিপিএ-৫ সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ৬:২০ অপরাহ্ণ
প্রেস রিলিজ::
এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
রোববার ১৩ আগস্ট স্থানীয় কমিউনিটি সেন্টারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়। মৌলভীবাজার শহর শাখার সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক আরিফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সিলেটের ইউনিভার্সেল কলেজের প্রভাষক রেজাউল করিম, নিউরোবিশেষজ্ঞ ডা: আজীম উদ্দিন, সাবেক শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী। এছাড়াও অভিভাবক, শিক্ষক ও এপ্লাস প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক আরিফ হোসেন বলেন, পৃথীবিকে গড়তে হলে সুন্দর মনের মানুষের প্রয়োজন। আমরা যদি একটি সুন্দর দেশ গঠন করতে চাই, তবে মেধাবী ও সুন্দর মনের মানুষ প্রয়োজন। মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, তার সাথে যদি নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করতে না পারো তাহলে এ মেধা দেশ ও জাতির কল্যাণে লাগানো যাবে না। দেশের শিক্ষাব্যবস্থায় এখন যে অরাজকতা চলছে এই অবস্থার পরিবর্তন ঘটাতে হলে প্রচলিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার সংমিশ্রণ জরুরি। ইসলামী ছাত্রশিবির এ কাজটিই সঠিকভাবে সম্পন্ন করে চলেছে। ছাত্রশিবির যেভাবে ছাত্রদের সততা, নৈতিকতা ও যোগ্যতার বিকাশে সহযোগিতা করছে তা সত্যিই আমাদেরকে আশার আলো দেখায়।