ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৩, ৬:০৩ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগষ্ট) বিকেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার শাহ্ মোস্তফা সড়কস্থ কার্যালয়ে জেলা সভাপতি মোঃ জামালউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা মুইনুল ইসলাম চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক জননেতা এড. হাবিবুর রহমান মুকুল, কেন্দ্রীয় সহ কৃষি বিষয়ক সম্পাদক জননেতা জনাব এম এ ওয়াহেদ, কেন্দ্রীয় সদস্য মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী, কেন্দ্রীয় সদস্য মুফতি ফারুক আহমেদ। এছাড়াও মৌলভীবাজার জেলা ও বিভিন্ন উপজেলার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ও ইসলামি ছাত্রসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায়, আগামী ২৬ আগষ্ট ঢাকায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর জনসভাকে সফল করার লক্ষে মৌলভীবাজার জেলা থেকে একটি বাস রিজার্ভ করে সকল নেতাকর্মী ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।