মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশনে উপস্থিত থাকার আহবান
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ১০:০৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার পৌরসভাধীন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের আগামী ১৬,১৭ ও ২০ আগষ্ট ২০২৩ইং প্রতিদিন সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে স্বশরীরে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।
গত ০৯/০৮/২৩ইং পৌর মেয়র স্বাক্ষরিত ২০২৩/৩৮০৪ নং স্মারক মূলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের “লাইভ ভেরিফিকেশন” এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ১৬,১৭ ও ২০ আগষ্ট ২০২৩ইং প্রতিদিন সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে পৌর এলাকাধীন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের “লাইভ ভেরিফিকেশন” এর মাধ্যমে ভাতাভোগীদের যাচাই বাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ভাতাভোগীদের জ্ঞাতার্থে আরো জানানো হয়, ১৬ আগষ্ট ২০২৩ইং ১,২ ও ৩নং ওয়ার্ড, ১৭ আগষ্ট ২০২৩ইং ৪,৫ ও ৬নং ওয়ার্ড এবং ২০ আগষ্ট ২০২৩ইং ৭,৮ ও ৯নং ওয়ার্ড এর লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। যথাসময়ে জাতীয় পরিচয়পত্র, নির্ধারিত মোবাইল নম্বর (বিকাশ নম্বর সহ) উল্লেখিত সময়সূচী অনুযায়ী স্বশরীরে উপস্থিত থেকে লাইভ ভেরিফিকেশন সম্পন্ন না করলে বা লাইভ ডেরিফিকেশনে বাদ পড়লে তার ভাতা বাতিল বলে গণ্য হবে।