রাজনীতি’র কারণে প্রতিপক্ষরা পুলিশ দিয়ে ইয়াবা ব্যবসায়ী হিসাবে ফাঁসানোর অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৮ আগস্ট ২০২৩, ৪:৩৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি::
রাজনীতি করার কারণে প্রতিপক্ষরা তাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে পুলিশ দিয়ে ইয়াবা ব্যবসায়ী হিসাবে মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তার সবগুলো রাজনৈতিক। মাদক এর অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা বাদে আর কোন অভিযোগ নেই। তিনি তাঁতী দল শ্রীমঙ্গল উপজেলার শাখার সাবেক সভাপতি ছিলেন। এছাড়া সরকারে প্রদত্ত তালিকা ও বিধি অনুস্বরণ করে টিসিবি পন্য বিক্রি করা হয় বলেও তিনি জানান।
এ ঘটনায় তিমির বনিক নামে জনৈক ব্যক্তি কিছু অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে আইনের চোখ ফাঁকি দিয়ে টিসিবির পন্য বিক্রির আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে জড়িত মর্মে মিথ্যা সংবাদ প্রচার করে। এতে একজন অভিযুক্ত হিসেবে আমাকে অপরাধি চিহ্নিত করে বর্ণনা করা হয়। তিনি বলেন, সংবাদে আমার ছবির সাথে আরো দু’জন সম্মানিত ব্যক্তির ছবি প্রকাশ করে তাদেরকেও সামাজিক ভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।
রোববার সকালে (৬ আগষ্ট) শ্রীমঙ্গল প্রেসক্লাবে ডাকা সংবাদ সম্মেলনে আলমগীর সেলিম এসব কথা বলেন।
তিনি বলেন গত ২২ জুলাই পুলিশ তাকে শ্রীমঙ্গল থানায় ডেকে নিয়ে গ্রেফতার ও পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে। পরে তিনি জানতে পারেন তার বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগ আনা হয়েছে।
ব্যবসায়ী আলমগীর সেলিম বলেন, মামলার এজাহারে উল্লেখ রয়েছে-১৯ জুলাই রাতে শহরের চন্দ্রনাথ স্কুলের সামনে থেকে মিঠুন শীল নামে এক যুবককে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ। এ সময় রাস্তায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমি পালিয়ে যাই। অথচ গ্রেফতারকৃত মিঠুন শীলের সাথে আমার কোন সম্পর্ক নেই।
টিসিবি ব্যবসায়ী আলমগীর সেলিম বলেন, অভিযুক্ত হলেই কেউ অপরাধি হয় না। উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে, আদালত কর্তৃক স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে অপরাধি সাব্যস্ত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধি বলা যাবে না। কিন্তু তিমির বনিক আমাকে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলমগীর সেলিম বলেন, তার বিরুদ্ধে একধিক মামলা থাকলেও তার সবগুলো রাজনৈতিক। মাদক এর অভিযোগে তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। এছাড়া সরকারে প্রদত্ত তালিকা ও বিধি অনুস্বরণ করে টিসিবি পন্য বিক্রি করা হয় বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দেকী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোসাব্বির আলী মুন্না, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জয়নাল আবেদীন চৌধুরী উপজেলা যবদলের সদস্য সচিব টিটু আহমেদ প্রমুখ।