রাজনগরে আলোচিত গৃহবধু জাহানারা হত্যা মামলার রায়
আসামী রহমানের যাবজ্জীবন ও ইসরাইলের ১০ বছরের সশ্রম কারাদন্ড
প্রকাশিত হয়েছে : ৭ আগস্ট ২০২৩, ৪:০৭ অপরাহ্ণ
রাজনগর সংবাদদাতা :
রাজনগরে গৃহবধু জাহানারা হত্যা মামলার রায়ে আসামী দুই সহোদর রহমানের যাবজ্জীবন ও ইসরাইলকে ১০ বছরের সশ্রম কারা ও অর্থদন্ড প্রদানের রায় দিয়েছে আদালত। গত ৭ আগস্ট মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত আসামীদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। জাহানারা বেগম রাজনগর উপজেলার খাস প্রেমনগর গ্রামের ছুফিয়ান মিয়ার স্ত্রী।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১২ মে সৎ ভাইদের মধ্যে জমিচাষকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে মারা যান ছুফিয়ানের স্ত্রী জাহানারা বেগম। এ ঘটনায় নিহতের স্বামী মো ছুফিয়ান বাদী হয়ে তার সৎ ভাই মৃত মো. সরকুম আলীর পুত্র রহমান ও ইসরাইলকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। স্বাক্ষ্য ও শুনানি শেষে জেলা দায়রা জজ
আদালতের বিচারক আবু তাহের আসামীদের অনুপস্থিতিতে গত ৭ আগস্ট মামলার রায় প্রদান করেন।
রায়ে আদালত মামলার প্রধান আসামী মো. রহমান (৪৭) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫ লক্ষ টাকার অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদন্ড অপরদিকে মামলার দ্বিতীয় আসামী ইসরাইল রহমানকে (৩৭) ১০ বছরের সশ্রম কারাদন্ড সাথে ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে মামলার বাদী ছুফিয়ান বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম আদালত তাদের ফাঁসির হুকুম দিবে। যাইহোক, এখন আদালতের উপর আস্থা রেখে বলতে চাই, আসামীদের দ্রুত গ্রেফতার করে তাদের শাস্তি কার্যকর করা হোক।