আইডিয়াল সোসাইটি এর উদ্যোগে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২৩ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩ আগস্ট ২০২৩, ৭:৪৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
আইডিয়াল সোসাইটি এর উদ্যোগে বৃহস্পতিবার ৩ আগস্ট জগৎসী কলেজ অডিটোরিয়ামে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আইডিয়াল সোসাইটি এর সভাপতি হাফিজ সাহেদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মিলাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: শরীফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আব্দুস সামাদ মিয়া, উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর জনাব ফজলুর রহমান সোহাগ, অত্র কলেজের প্রিন্সিপাল জনাব ফজলুর রহমান জুয়েল, সহকারী অধ্যাপক শাফায়াত হোসেন ভুঁইয়া, মুহাম্মদ উসমান গনী, জগৎসী দাখিল মাদরাসা’র সুপার মাওলানা আব্দুল মুকিত, জগৎসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুছাম্মত আফিয়া বেগম।
উক্ত অনুষ্ঠানে ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সাইন্টিফিক ক্যালকুলেটর, জ্যামিতি বক্স এবং ২০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের দাতা সদস্য মুরশেদ আহমদ, সহ সভাপতি মুহাম্মদ রাজা মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক ছমির আহমদ, ক্যাশিয়ার নাহিদ হোসেন, প্রচার সম্পাদক শামাউন ফারদিন উৎসব, সহ প্রচার সম্পাদক ফয়ছল আহমদ শাহী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মিফতাহুল জান্নাত, সদস্য মুবিন আহমদ প্রমুখ।