ছাত্র কল্যাণ সংস্থা মৌলভীবাজার জেলার কার্যকরী কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২ আগস্ট ২০২৩, ৭:৩৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
সেবাই মোদের অঙিকার জয় হউক মানবতার এই অন্যান স্লোগান কে বুকে ধারণ করে ২০২১ সালে পথচলা শুরু করে মৌলভীবাজারের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ছাত্র কল্যান সংস্থা গত পহেলা আগস্ট বিকেল তিনটার দিকে সংঘটনের সিনিয়র কয়েকজন সদস্য মিলে একটি বৈঠকের মাধ্যমে ২০২৩ ও ২০২৪ সালের কার্যকরী কমিটির গঠন করেন।
এসময় মো: উরুফি রায়হান কে সভাপতি, রাকিবুল ইসলাম রকি কে সাধারণ সম্পাদক, আবুল কাসেম কে অর্থ সম্পাদক শাহরিয়ার খান শাকিব কে প্রচার সম্পাদক, মো: পিয়ারুল ইসলাম ইমরান কে সাংগঠনিক সম্পাদক এবং এস.এম মেহেদী কে সহ: সাংগঠনিক সম্পাদক নির্ধারণ করে মোট ৩০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে সংঘটন টি।
এসময় ছাত্র কল্যাণ সংস্থা মৌলভীবাজারের সভাপতি মো: উরুফি রায়হান বলেন ২০২১ সালে সংগঠন টি প্রতিষ্ঠার পর থেকে নানান ধরনের সামাজিক কাজ করে আসছে সংগঠন টি, তিনি আরো বলেন অনেক সময় দেখা যায় অনেক শিক্ষার্থী কে গাইড বইয়ের কারণে পড়ালেখা করতে পারছে না তখন এইসব শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের গাইড বইয়ের ব্যবস্থা করে সংগঠন টি এবং সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনাই হলো সংগঠন টির মুল উদ্দেশ্য।