মনু নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২ আগস্ট ২০২৩, ৭:১৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে ভাসমান অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ আগস্ট) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকার মনু নদী থেকে অজ্ঞাত এ যুবকের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই দেবাশীষ জানান, বুধবার পুরে পৃথিমপাশার ছৈদলবাজার এলাকায় মনু নদীতে এক ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকেলে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।