মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে মৌলভীবাজার চেম্বারের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৩, ১:৫৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।
আজ সোমবার (১৭ জুলাই) রাতে বেঙ্গল কনভেনশন হলে সংবর্ধনা অনুষ্ঠানে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রবাসী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন অংশগ্রহণ করেন। চেম্বার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আহমেদ হাসান, যুক্তরাজ্য প্রবাসী শাহাবুদ্দিন সাবুল, যুক্তরাজ্য প্রবাসী মাহমুদ আলী প্রমুখ।
সংবর্ধিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘দোয়া করবেন আমার যেন ভিমরতি না হয়। মানুষের জন্য যেন কাজ করতে পারি। মানুষকে যে ওয়াদা দিয়েছি, সেটা যেন পালন করতে পারি। রাতে ঘুম হয়না, মানুষকে দেওয়া ওয়াদা পালন করতে পারবো তো! আমি মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। মানুষের কাছে থাকতে চাই। আমাকে নির্বাচিত করতে মৌলভীবাজারের অনেক প্রবাসী ও নেতৃবৃন্দ কাজ করেছন। সিলেটের নেতৃবৃন্দ আমার জন্য কাজ করেছেন। মৌলভীবাজারে আওয়ামী লীগের সকল জনপ্রতিনিধি অত্যন্ত যোগ্য। আগামী নির্বাচনে সকলে বিপুল ভোটে পাশ করবেন। আমরা সম্মিলিতভাবে বৃহত্তর সিলেটের উন্নয়নে কাজ করতে চাই।’
নেছার আহমদ এমপি বলেন, ‘এই সমাজে কত মোস্তাক আছে। আমরা সেই মোস্তাক থেকে সতর্ক থাকবো। বাইরের দুশমনকে চেনা যায়। ভেতরের দুশমনকে চেনা যায়না। যেখানে সিরাজ উদ-দৌলা আছে, সেখানে মীর জাফর আছে। যেখানে বঙ্গবন্ধু ছিলেন, সেখানে মোশতাক আছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ দরকার। লুকিয়ে থাকা মোশতাকদের চিহ্নিত করতে হবে।’
তিনি বলেন, ‘আনোয়ারুজ্জামান চৌকষ, তরুণ ও উদ্যমী নেতা। তাঁর কাছে বৃহত্তর সিলেটবাসীর অনেক প্রত্যাশা। তবে খোন্দকার মোশতাকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
সভাপতির বক্তব্যে কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী পর্যন্ত বৃহত্তর সিলেটের উন্নয়নের কথা নিয়ে যাওয়ার মতো নেতা নাই। আনোয়ারুজ্জামান চৌধুরী সেই শূন্যতা পূরণ করবেন বলে আমরা আশা করি। তাঁর দিকে চেয়ে আছে পুরো সিলেটবাসী।
হাবিবুর রহমান হাবিব বলেন, সিলেট, মৌলভীবাজার উন্নয়ন ক্ষেত্রে পিছিয়ে আছে। মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবি পূরণ হয়নি। উন্নয়ন ও নেতৃত্বশূন্যতা পূরণে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ভূমিকা পালন করবেন বলে আশা করেন হাবিবুর রহমান হাবিব এমপি। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের আয়োজন করা হয়।