দ্রুতগতির মোটরসাইকেলের আঘাতে কমলগঞ্জে ব্যবসায়ীর মৃত্যু, রাস্তা অবরোধ
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩, ৭:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
দ্রুতগতির মোটরসাইকেলের আঘাতে কমলগঞ্জের শমশেরনগরে সালামত মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সকাল ৯ টায় শমশেরনগর-কমলগঞ্জ সড়কের বড়চেগ গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে।ঘটনার পর প্রায় ২ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে ব্যবসায়ীরা।
নিহত সালামত মিয়া বড়চেগ গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে।সে তিন সন্তানের জনক ও শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কের একটি ভেরাইটিজ দোকানের মালিক।
প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টায় সালামত মিয়া ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়ে দোকানে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে।এসময় মাথায় গুরুতর আঘাতে তার মুখ ও কান দিয়ে প্রচুর পরিমাণে রক্ত ক্ষরণ হয়।এলাকাবাসী তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান মোটরসাইকেলের আঘাতে ব্যবসায়ী সালামতের মৃত্যুর সতয়তা নিশ্চিত করেন।এ ঘটনার পর বড়চেগ গ্রামে শোকের মাতম শুরু হয়েছে।
কমলগঞ্জ শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ শামীম আকঞ্জি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পথচারী রাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি মটরসাইকেল এসে ধাক্ষা দেয়,পরে স্থানীরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।মটরসাইকেলটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। আমরা চালককে দ্রুত আটক করা হবে বলে জানান।তিনি আরও বলেন,দূর্ঘটনার পর স্থানীরা রাস্তা অবরুধ করে রাখে পরে আমরা এসে স্বাভাবিক করে দেই।