শ্রীমঙ্গলে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩, ৭:২১ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ সমীর বনিক (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল থানাধীন সোনার বাংলা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসআই সজীব চৌধুরী, এসআই রাকিবুল হাছানসহ থানার একটি টিম শ্রীমঙ্গল পৌরসভার সোনার বাংলা রোডের মেসার্স ভিশন ট্রেডার্স এর সামনে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করেন।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের ট্রাউজারের পকেট থেকে একটি সাদা প্লাস্টিকের কৌটার ভেতর থেকে ১০৮ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত আসামি সমীর বনিক শ্রীমঙ্গল থানাধীন মাস্টারপাড়া এলাকার দুলাল বনিকের ছেলে। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে শ্রীমঙ্গলের ০২ ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করতো মর্মে স্বীকার করেন। এ ঘটনায় আটককৃত ব্যক্তি এবং পলাতক ০২ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।