সরকারবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
খাল, বিল ও হাওরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন রোধকল্পে মৌলভীবাজার সদর উপজেলার সরকারবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৫০টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে মৌলভীবাজার সদর উপজেলার বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও সিনিঃ উপঃ মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে সরকারবাজারে কারেন্ট জালের উপর পুলিশ ফোর্স নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জরিমানার পাশাপাশি ৩৫০টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
উপজেলা ভূমি অফিস সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানে সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারজান সরকার, সহকারী মৎস্য কর্মকর্তা ফণী ভূষণ দেব, সহকারী শ্রীকান্ত দেব, অফিস সহায়ক কৃষ্ণ কান্ত পাল সহ পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
সদর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা ভূমি অফিস সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, আজকের অভিযানে ৩৫০টি কারেন্ট জাল জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।