মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শুরু হলো পুরাতন পলিথিন কেনাবেচার হাট
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ৮:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
পরিবেশ দুষণকারী অন্যতম উপাদান পলিথিন সংগ্রহের জন্য এবং পরিবেশ বান্ধব শহর গঁড়ার লক্ষ্যে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে দেশে প্রথমবারের মতো শুরু হলো পুরাতন পলিথিন কেনাবেচার হাট।
রবিবার (৯ জুলাই) বিকেলে মেয়র চত্বরে ব্যতিক্রমধর্মী পুরাতন পলিথিন কেনাবেচা হাটের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, প্যানেল মেয়র নাহিদ হোসেন, প্যানেল মেয়র জিমি আক্তার, কাউন্সিলর জালাল আহমদ, কাউন্সিলর ফয়ছল আহমদ, কাউন্সিলর সৈয়দ সেলিম হক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, প্রতি রবিবার বিকেলে মেয়র চত্বরে নিয়মিত এই হাট বসবে। হাটে প্রতি কেজি পলিথিন ৫০ টাকা দরে কিনবে মৌলভীবাজার পৌরসভা। এছাড়া, আজ যারা পলিথিন বিক্রয়ের জন্য নিয়ে এসেছেন সেসব বিক্রেতাকে বিনামূল্যে একটি ৫০ কেজি বস্তা দেওয়া হবে। রাস্তাঘাট থেকে কুঁড়ানো, বাসাবাড়ি কিংবা দোকানের পরিত্যক্ত এমন কি ড্রেন থেকে সংগ্রহকৃত সব ধরনের পলিথিন এখানে ক্রয় করা হবে। মৌলভীবাজার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার পৌরসভা।