শাহবাজপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট॥ আহত ২
প্রকাশিত হয়েছে : ৮ জুলাই ২০২৩, ৬:৩৫ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজার বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ২ জন আহত হয়েছে। আহতরা হলেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইসমাইল আলী ও তার ছেলে সফিকুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (৭ জুলাই) শুত্রবার উপজেলার শাহবাজপুর বাজারে আলী ভেরাইটিজ ষ্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আওয়ামীলীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিনের পোষ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ১০/১২ জন মাস্তান পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র, দা, কুড়াল নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের আসবাবপত্র তছনছ করে দেয়। দোকানে বসে থাকা ইসমাইল আলী ও তার ছেলে সফিকুল ইসলাম’কে মারপিট করে আহত করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা নগদ টাকা, মালপত্র নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উল্লেখ্য, রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জন্য এই হামলা করা হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি বলে জানান বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান। তিনি বলেন মামলা পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভিকটিমের স্বজনদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আহত ২ জনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষ হলেই মামলা করা হবে।
২