৮ জুলাই শনিবার আলহাজ্ব ক্বারী মাওলানা মো: নাসির উদ্দিন (রহ.) এর তৃতীয় ঈসালে সাওয়াব মাহফিল
প্রকাশিত হয়েছে : ৭ জুলাই ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধোবারহাট বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি মৌলভী শিক্ষক আলহাজ্ব ক্বারী মাওলানা মো: নাসির উদ্দিন (রহ.) এর তৃতীয় ঈসালে সাওয়াব উপলক্ষে আগামী ০৮ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ শনিবার বেলা ১১.০০ ঘটিকায় হাইস্কুল মাঠে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও “স্মৃতি স্মরে নয়নের জল” ম্যাগাজিনের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল এবং প্রকাশনা অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অত্র বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ সহ সর্বস্থরের জনসাধারণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, আহিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অর্ধেন্দু কুমার দেব, আপার কাগাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন মোস্তফা, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজিত চন্দ্র দাশ, নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, ধোবার হাট বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপেশ চন্দ্ৰ দেব, ডা. মো: কুতুব উদ্দিন এ্যাডুকেশন ট্রাস্টের সভাপতি মো: ফখরুল ইসলাম, মাওলানা মো: নাসির উদ্দিন স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা হাজী মো: আব্দুস সালাম (ইউ.কে প্রবাসী)।
সভাপতিত্ব করবেন ধোবারহাট বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দাতা সদস্য ডা: গোপেশ চন্দ্র দাশ।
এছাড়া ওই দিন আলহাজ্ব ক্বারী মাওলানা মো. নাসির উদ্দিন [রহ.]-এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণিকা ‘স্মৃতি স্মরে নয়নের জল’ এর মোড়ক উন্মোচন করা হবে।