লাউয়াছড়া বন থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্বার
প্রকাশিত হয়েছে : ৬ জুলাই ২০২৩, ৬:০৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে লাউয়াছড়া বনের আমতলী নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো.আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন,লাশ অর্ধগলিত অবস্থায় বনে একটি গাছে ঝুলন্ত ছিলো। স্থানটি বনের আমতলী এলাকার রেললাইনের ১০০ গজ দূরত্বে। বনবিভাগের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করেছে।
এদিকে যুবকের অর্ধগলিত লাশটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের কমলগঞ্জ খানা এরিয়ায় পড়েছে কি না সে বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন,আমরা লাশের খবর পাওয়ার পর সাথে সাথে সেখানে যাই। তখন শ্রীমঙ্গল থানা পুলিশও ছিল। বন বিভাগ ও স্থানীয়রা জানান ঘটনাস্থল শ্রীমঙ্গল এরিয়ায় হওয়ার কারনে লাশ শ্রীমঙ্গল থানায় নেওয়া হয়েছে।সেখানে তারা আইনি ব্যবস্থা করছে।
লাশের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে অজ্ঞাত ব্যাক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করছে শ্রীমঙ্গল থানা পুলিশ।লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।