সেফটি ট্যাংকিতে পড়ে দুই ভাই বোনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩ জুলাই ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে সেফটি ট্যাংকিতে পড়ে ভাই বোনের মৃত্যু হয়েছে।
রবিবার (২ জুলাই) দুপুরের দিকে হাজীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কুলাউড়া উপজেলায় টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে জাহাঙ্গীর মিয়ার ছেলে হাসান (৪) ও তাইবা (২)।
কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, জাহাঙ্গীর মিয়ার বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। সম্প্রতি বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়। রবিবার সকাল ৯টার দিকে হাসান ও তাইবা ট্যাংকের পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাইবা ট্যাংকের ভেতরে পড়ে যায়। বোনকে বাঁচাতে হাসানও ট্যাংকের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলে ভাই ও বোনের মৃত্যু হয়। পরে স্বজনেরা ট্যাংক থেকে মৃত অবস্থায় দুজনের লাশ উদ্ধার করেন।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, বাড়ির পাশে ভাই বোন খেলা করছিল। হঠাৎ তাদেরকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে তাদের দেখা যায় বাড়ির পিছনে সেফটি ট্যাংকির ভিতর। পরে তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মা ও বাবার তাদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।