মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্ত্বরে প্রতি রবিবার বসবে পলিথিন ক্রয়ের হাট
প্রকাশিত হয়েছে : ৩ জুলাই ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্ত্বরে প্রতি রবিবার বসবে পলিথিন ক্রয়ের হাট। এক প্রেস বিজ্ঞপ্তিতে পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ জুলাই রবিবার বিকেল সাড়ে ৩টায় পলিথিন ক্রয়ের হাট বসবে। পলিথিনের এ হাট নিয়মিত প্রতি রবিবার বিকেল সাড়ে ৩টায় মেয়র চত্বরে বসবে।
পলিথিন হাটে বাসা-বাড়ী, দোকান, বেকারী ও রেস্টুরেন্টের পরিত্যক্ত পলিথিন, প্লাস্টিকের বোতল (পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, চকলেট-চুইনগামের প্যাকেট, শপিং ব্যাগ, বিভিন্ন জাতের প্লাস্টিকের বোতল ইত্যাদি) পৌরসভার পক্ষ থেকে ক্রয় করা হবে।
পলিথিন ক্রয়ের হাটে পলিথিন ও প্লাস্টিকের বোতল নিয়ে আসার জন্য পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।