শফিকুল ইসলামের উপন্যাস কালের প্রতিধ্বনি’র সাংস্কৃতিক সন্ধ্যা ও ফলাহার
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ৬:১৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলামের উপন্যাস কালের প্রতিধ্বনির আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা ফলাহার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) রাতে কলেজের সৈয়দ মুজতবা আলী হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ফয়েজ আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ। বিশেষ অতিথি প্রাক্তন অধ্যক্ষ ড.মোঃ ফজলুল আলী, হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান মো. শরিফুল রহমান ,ইংরেজি বিভাগীয় প্রধান পার্থ প্রতিম চক্রবর্তী । শিক্ষক পরিষদ সম্পাদক আনিসুর রহমান, সহকারী অধ্যাপক হিসাববিজ্ঞান মো. তারিকউজ্জামান ভুইয়া , সহকারী অধ্যাপক গণিত মো.আ জ ম হাসান কবির , উদ্ভিদবিদ্যা প্রভাষক কৃষ্ণ কুমার সিংহ , হিসাববিজ্ঞান প্রভাষক রেজাউল করিম জনি ,আবুল হাসনাত প্রভাষক রসায়ন, হিসাববিজ্ঞান প্রভাষক সরওয়ার জাহান রাফি, রাজনগর সরকারি ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজ ইনস্ট্রাক্টর মো.শিপন মিয়া , ঢাকা পোস্ট ও দৈনিক কালবেলার সাংবাদিক ওমর ফারুক নাইম , আনন্দ পাঠশালা প্রতিষ্ঠাতা আব্দুস সালাম ও অন্যান্য অতিথিবৃন্দ।
অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ বলেন আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই তখন সৌজন্য শব্দটা আমরা শুনি,এই শব্দটা শুনার পর আমরা অনেক আতঙ্কিত হয়ে যাই। কারন এই সৌজন্য শব্দটি দিয়ে কিন্তু অনেক ঘটনা ঘটে। আমরা জানি মানুষের সৌজন্যে, প্রতিষ্ঠানের সৌজন্যে, দেশের সৌজন্যে অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু আজকে আমরা উপস্থিত হয়েছি উপন্যাসের সৌজন্যে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে তাও ফলাহার এই বিষয়টা আমাকে অনেক আপ্রত করেছে। তিনি বইটি নিয়ে বলেন এতে গ্রামবাংলার অনেক বাস্তব চিত্র ফুটে উঠেছে যা পাঠকদেরকে মনকে আকৃষ্ট করেছে। এবং তিনি কালের প্রতিধ্বনির লেখক শফিকুল ইসলামকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে উনার মঙ্গল কামনা করেন।
ড. মোঃ ফজলুল আলী বলেন কালের প্রতিধ্বনি বইটি চমৎকার আমার কাছে অনেক ভালো লেগেছে সামগ্রিকভাবে উপন্যাসটি ভালো এবং পাঠক সমাজে বইটি সমাদৃত হবে, আমি আশা করি আরও মানুষ বইটি ক্রয় করবে এবং পড়বে। তিনি এই আসা ব্যক্ত করে সৈয়দ মুজতবা আলী হলের সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান।