মনুস্বরের পাঠন্মোচন অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ৪:০২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
সাহিত্যের ছোট কাগজ মনুস্বর- ছড়াকার আবদুল হামিদ মাহবুব সংখ্যার পাঠন্মোচন ২২ জুন বিকালে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কথাসাহিত্যিক সৈয়দ মোহিবুল আমিনের সভাপতিত্বে ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপুর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কবি মহসিন বখত। বক্তব্য রাখেন- লোক গবেষক আহমদ সিরাজ, রাজনগর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী, প্রবীণ শিক্ষক সৈয়দ মুজিবুর রহমান, সুধীজন সৈয়দ মোতালেব হোসেন রঞ্জু, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক ও কবি সৈয়দ মোসাহিদ, আহমদ চুন্নু, ছড়াকার আবদুল হামিদ মাহবুব, ভাস্কর সম্পাদক ও কবি পুলিন রায়, কবি ও শিক্ষক জয়নাল আবেদীন, লেখক ও শিক্ষক লতিফা নিলুফার প্রমুখ। অনুষ্ঠানে মনুস্বরের সম্পাদক কবি কাজল রশীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মুজাহিদ আহমদ। সবশেষে কবিতা আবৃত্তি করেন শিশু বাচিক তাওফিকা মুজাহিদ। এসময় মনুস্বরের লেখক, পাঠক, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।