মৌলভীবাজারের মুহিব ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৩, ৬:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী এম মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ ইসলামী যুবসেনা, কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ৩ জুন ঢাকার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠন এর জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হয়। গতকাল বাংলাদেশে ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।
এম মুহিবুর রহমান মুহিব মৌলভীবাজার জেলা শাখারও সভাপতি দায়িত্ব পালন করছেন, সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার এই আন্দোলনে ছাত্রজীবন থেকে তিনি জড়িত, বাংলাদেশে ইসলামী ছাত্রসেনা, মৌলভীবাজার জেলা শাখার ও কেন্দ্রীয় পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন দীর্ঘদিন যাবত। পাশাপাশি জেলার সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তিনি।