পুস্তক ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৩, ৫:৪৩ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
জাতীয় বাজেটে শিক্ষা উপকরণে ভ্যাট প্রত্যাহার, মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়কে স্কুল কলেজগামী মেয়ে শিক্ষার্থী দের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও বিভিন্ন গাড়ি স্ট্যান্ডে প্রতিনিয়ত হওয়া ইভটিজিং প্রতিরোধ ও স্থায়ী প্রতিকার এবং জেলায় পুস্তক বব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধের জানিয়ে জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম এর কাছে স্মারকলিপি প্রদান করে জেলা স্বেচ্ছাসেবী ও সমাজ কর্মীবৃন্দের পক্ষ থেকে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেলার বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেক চৌধুরী, আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা আব্দুস সালাম তালুকদার, সমাজকর্মী ফয়সাল আহমদ শাহী, নাছিম চৌধুরী।