পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জরিমানা করতে পারে!
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে কম দামে বই বিক্রি করায় পুস্তক ব্যবসায়ীদেরকে জরিমানা শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি।
সোমবার (১২ জুন) দুপুর মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমিতির জেলা সভাপতি জোবের আহমদ।
তিনি বলেন, আপনারা ভালো করেই জানেন প্রত্যেক সংগঠনেরই নিজস্ব নিয়ম থাকে, আমরাও এর বাহিরে নই। সংগঠনের কোনো সদস্য যদি এই নিয়ম ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে সমিতির সংঘবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা প্রতিটি সংগঠনেরই সাধারণ প্রক্রিয়া। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রিয় কমিটি প্রণীত নীতিমালা সময় বাংলাদেশ ব্যাপি বিদ্যমান। আমরা মৌলভীবাজারের পুস্তক ব্যবসায়ীরা এই নীতিমালার বাহিরে নই। নীতিমালা ভঙ্গের দায়ে ইসলামিয়া লাইব্রেরী (মৌলভীবাজার সদর)-কে জরিমানা করা হয়। জরিমানার রশিদসহ গত ২৪ জানুয়ারি দুই একটি গনমাধ্যমে মৌলভীবাজারে কম দামে বই বিক্রি করায় পুস্তক ব্যবসায়ীদেরকে জরিমানা শিরোনামে সংবাদ প্রচার হয়। যা আমাদের সকল পুস্তক ব্যবসায়ীদের জন্য খুবই বিব্রতকর।
তিনি বলেন, আমাদের কেন্দ্রীয় কমিটি প্রণীত নীতিমালার কপি আপনাদের সকলের সামনে প্রতিয়মান আছে। আপনারা দেখে বলেন আমরা কোথায় ভুল করেছি? বার বার কেন আমরা মিথ্যা সংবাদের মুখোমুখি হচ্ছি? ইসলামিয়া লাইব্রেরীর স্বত্ত¡াধিকারী সালেহ আহমেদ যোবের দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা শাখার গুরুত্বপূর্ণ পদে ছিলেন। যে ব্যক্তি দীর্ঘদিন এই সংগঠনের সাথে যুক্ত ছিলেন সে ব্যক্তি কি করে এই সংগঠনকে সিন্ডিকেট সংগঠনে আখ্যায়িত করলেন তা আমার জানা নেই। মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার যাতে না হয় এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। বিগত দিনে দু-একটি গনমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় সাংবাদিকরা জানতে চান, জরিমানা করার এখতিয়ার কি কোন সমিতি বা সংগঠনের থাকতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে, বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি কেন্দ্রীয় পরিচালক খলিলুর রহমান বলেন, আমাদের নীতিমালা অনুযায়ী আমরা শাস্তিমূলক জরিমানা করি। নীতিমালা আমাদের কেন্দ্রীয় কমিটি প্রণয়ন করেছেন। তখন সাংবাদিকের প্রশ্নে কোন সঠিক জবাব দিতে পারেন নি তিনি।