কুলাউড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৬ মামলা
প্রকাশিত হয়েছে : ৭ জুন ২০২৩, ৪:১৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া পাওনাদের বিরুদ্ধে ৬টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় সিলেট বিদ্যুৎ আদালতের বিউবো’র ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ, সহকারী প্রকৌশলী পিয়াস দাশ, মো. আলাউদ্দিন, নুরুল আমীনসহ থানাপুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের অবৈধ সংযোগ ছিলো- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার ব্রাহ্মণবাজার, দক্ষিণবাজার, সাদেকপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে বিদ্যুৎ আইনে ৬টি মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারী এবং বকেয়া পাওনাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।