শ্রীমঙ্গলে দেড় কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ৭ জুন ২০২৩, ২:২১ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি:
শ্রীমঙ্গলে মঙ্গলবার (৬ জুন) বিকেলে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে ‘গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ এর আওতায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি জনপদ খেজুরিছড়া জিসি-নিরালাপুঞ্জি ভায়া হরিণছড়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই রাস্তাটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গির হোসেন সরদার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী ফুল মিয়া মহালদার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস শহীদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের দুঃখ দুর্দশা লাগাবে আমরা কাজ করে যাচ্ছি। এ সরকারের আমলে শ্রীমঙ্গল উপজেলা তথা সারা দেশে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। তিনি বলেন বিশেষ করে শ্রীমঙ্গল উপজেলার শহর থেকে গ্রাম এমন কি অত্যন্ত পাহাড়ি অঞ্চলেও রাস্তা-ঘাট ব্রিজ-কালভার্ট, স্কুল ও চা শ্রমিকদের পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। যেসব কাজ বাকি রয়েছে পর্যায়ক্রমে সেগুলিও করে দেয়া হবে বলে জানান আব্দুস শহীদ এমপি।