মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩ জুন ২০২৩, ৬:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন শুক্রবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মৌলভীবাজারে সাংগঠনিক সফর উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে জেলা মজলিস মিলনায়তনে কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি মাওঃ মুফতী হাবিবুর রহমান ক্বাসেমীর সভাপতিত্বে ও জেলা সাধারণ মুফতী মাওঃ হিফজুর রহমান হেলাল রাজনগরীর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মজলুম জননেতা মাওলানা জালালুদ্দীন আহমদ, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী ও ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ দেলোয়ার আল হুসাইন।
আরো উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মাওঃ আব্দুল হাই উত্তরসূরী সহ সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সহ সভাপতি মুফতী হাবীবুর রহমান শামীম রাজনগরী, সহ মাওলানা মাসুক আহমদ, সহ সভাপতি মাওলানা আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, সহ সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, সহ সাংগঠানিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল আলী, প্রচার সম্পাদক মুফতী রুহুল আমীন, সহ বায়তুলমাল সম্পাদক মাওঃ মওসুফ আহমদ, অফিস সম্পাদক মাওঃ আব্দুল ওয়াজিদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শেখ সাদী, জেলা নির্বসহী সদস্য মাওলানা শামসুল ইসলাম ওলিপূরী, হাকিম জুনাইদ আহমেদ, মোঃ নিজাম উদ্দিন, মোঃ লোকমান আহমেদ, হুসাইন আহমদ, সদর উপজেলা শাখার সমাজ কল্যান সম্পাদক মুফতী মিজানুর রহমান যুব মজলিসের সদস্য মোঃ নুরুল হুদা ছাত্র মজলিস এর সদস্য মোঃ শামিম আহমদ প্রমুখ।