মৌলভীবাজারে বিএনপির জনসমাবেশ শুরু
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৪:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
বেগম খালেদা জিয়ার মুক্তি ও পুলিশি হয়রানি বন্ধসহ দশ দফা দাবিতে মৌলভীবাজার জেলা বিএনপির জনসমাবেশ শুরু হয়েছে।
শনিবার (২০ মে) দুপুর তিনটা থেকে মৌলভীবাজার টাউন ঈদগাহ প্রাঙ্গনে নেতকর্মীরা জড়ো হতে থাকেন। পরে একে একে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য শুরু করেন।
এসময় বিপুল সংখ্যাক পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায়। বিচ্ছিন্নভাবে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে আসায় শহরে যানজট তৈরী হয়। এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন । বক্তব্য রাখবেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ দলের শীর্ষ নেতারা।