মৌলভীবাজারে তিন রোহিঙ্গা আটক
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৩, ৬:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার তিন রোহিঙ্গা আটক শ্যামেরকোনা বাজার এলাকা থেকে ৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ মে) বিকেলে তাদের আটক করা হয়। মৌলভীবাজার সদর থানার ওসি মো.হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের উখিয়ার সবুল্লাকাটা ক্যাম্প এর মৃত নুর আলমের ছেলে হাশিম (১৮), উঞ্চিপ্রা ক্যাম্প এর সিরাজুল ইসলামের মেয়ে সাজিদা (১৭), বালুখালী ক্যাম্প এর আবুল হাশিমের মেয়ে মুজিবুর রহমান (১৭)।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো.হারুনুর রশীদ চৌধুরী বলেন, তারা সবাই কক্সবাজারের উখিয়া থানার বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ও তাদের নিজ ক্যাম্পে প্রেরণ করা হবে।
তিনি জানান, রোহিঙ্গা সদস্যরা গত ১২ মে সকাল ৭ টার মধ্যে কৌশলে রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে কুলাউড়া থানাধীন চাতলাপুর সীমান্তে ভারতে প্রবেশের উদ্দেশ্যে যাত্রীবাহী বাস যোগে ১৩ মে মৌলভীবাজারে ঢাকা বাস স্ট্যান্ডে আসে। পরবর্তীতে তারা মৌলভীবাজার ঢাকা বাস স্ট্যান্ড হতে চাতলাপুর সীমান্তে যাওয়ার পথে স্থানীয় জনগন শ্যামেরকোনা বাজারে আটক করে।