তিন শতাধিক মেধাবীকে সংবর্ধনা দিলো মৌলভীবাজার পৌরসভা
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৩, ৪:৪৬ অপরাহ্ণ
ওমর ফারুক নাঈম::
প্রাথমিকে বৃত্তি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিনশতাধিক মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করেছে মৌলভীবাজার পৌরসভা।
শনিবার (১৩ মে) সকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা, সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসেন, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান ও মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও শিক্ষাবৃত্তি কমিটির সদস্য জসীম উদ্দীন মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ বলেন, জীবনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রমে কোন বিকল্প নেই। আমরা পরিশ্রম করতে করতে এ পর্যায়ে এসেছি। তোমরা শৈশব থেকেই মেধার স্বাক্ষর রেখে যাচ্ছ। আশা করি ভবিষ্যত জীবনেও তোমরা সফল হবে। তাই আজ তোমাদের আমরা সংবর্ধিত করলাম। যাতে তোমরা দেশ ও জাতি কল্যাণে কাজ কর।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বলেন, আমরা অনেক কষ্ট করে এ পর্যায়ে এসেছি। পরীক্ষা দিতে হলে ক্লাস করতে হলে অনেক কষ্ট করতে হতো। তোমাদের সেটা করতে হচ্ছে না। তোমরা অনেক সুযোগ-সুবিধা পাচ্ছ। সেটাকে কাজে লাগাতে হবে। জীবনে একজন প্রতিষ্ঠিত মানুষ হতে হলে পরিশ্রম করতে হবে। মোবাইল ফোন নিয়ে বসে থাকা যাবে না। এ প্লাস পেয়েছি বলে প্রতিষ্ঠিত হয়ে যাব, সেটা ভাবা যাবে না।প্রতিষ্ঠিত হতে হলে নিজেকে গড়ে তুলতে হবে। আমি এ পর্যায়ে এসেছি নিজের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেছেন, বিগত দুই বছর ধরে মৌলভীবাজার পৌরসভা এই শিক্ষা বৃত্তির প্রদান করে আসছে। এবছরও এই কার্যক্রম অব্যাহত আছে। পৌরসভা প্রত্যেক বছরই শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি করবে। প্রয়োজনে আরো শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে। আমরা মেধাবীদের লালন পালন করতে চাই, পরিচর্যা করতে চাই। আমরা শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও বিনিয়োগ করবো এখন থেকে।
উল্লেখ্য, এ বছর মৌলভীবাজার পৌরসভার শিক্ষাবৃত্তি ২০২৩ এর আওতায় শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২২৯ জন, সাধারণ বৃত্তি ৬০ জনকে সংবর্ধনা এবং অসচ্ছল মেধাবী ৮৬ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।