শ্রীমঙ্গলে বৃষ্টির জন্য নামাজ আদায়
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৩, ৮:৩০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
দেশের অন্যতম বৃষ্টি প্রবন এলাকা শ্রীমঙ্গল। যেখানে শীতকালীন সময় নামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেই শ্রীমঙ্গলেই এখন তীব্র তাপদাহ। তাই বৃষ্টির জন্য সালাতুল ইস্তেখারা নামাজ আদায় করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মুসল্লিরা।
বুধবার (১০মে) সকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কামারগাঁও ঈদগাঁ সংলগ্ন মাঠে বৃষ্টির জন্য এলাকাবাসীর উদ্যোগে এ নামাজের আয়োজন করা হয়।
নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া করা হয়। নামাজের ইমামতি করেন কামারগাঁও ঈদগাঁ জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুর রাজ্জাক।
নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীমঙ্গলের জীনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণিকুল। বৃষ্টি না হওয়ার কারনে ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। শুধু তাই নয়, আশংকাজনকভাবে নেমে গেছে পানির স্তর, ফলে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন মুসল্লিরা।
নামাজ আসা কৃষক শামছু মিয়া বলেন, ‘কৃষি চাষ করে আমাদের পেট চলে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ায় ক্ষেত শুকিয়ে গেছে। বীজ করেছি, সেগুলো রোদের তাপে পুড়ে গেছে। এখন চাষাবাদ করতে পারছি না। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়।
শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বুধবার দুপুর ১২টায় তাপমাত্র রেকর্ড করা হয়েছে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বিকাল ৩টায় তাপমাত্র রেকর্ড করা হয়েছে ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস।গত মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন ধরেই তাপমাত্রার পারদ ৩০ থেকে ৩৭ ডিগ্রিতে বিরাজ করছে। এখন তাপমাত্র দিন দিন কমতে থাকবে।