শ্রীমঙ্গলে ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ বোতল ভারতীয় মদসহ নজরুল ইসলাম শাহীন (৪২) ও ২। সুমন দেবনাথ(৩৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (০৯ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের মহসিন প্লাজার সামনে থেকে ০২ বোতল ভারতীয় মদসহ নজরুল ও সুমনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ (১০ মে) গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।