যুক্তরাজ্য সফরে গেছেন বিএনপি নেতা সৈয়দ ফয়সল আহমদ
প্রকাশিত হয়েছে : ৬ মে ২০২৩, ৬:১১ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ফয়সল আহমদ এক সংক্ষিপ্ত সফরে গত ২৭ এপ্রিল যুক্তরাজ্য সফরে গিয়েছেন।
দলীয় সূত্র জানা যায়, যুক্তরাজ্য সফরকালীন সময়ে তিনি সাংগঠনিক কর্মকান্ড ও শুধী শুভাকাঙ্খিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।এছাড়াও তিনি স্হানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির নেতাদের সাথে বৈঠকে মিলিত হবেন। সফর শেষে আগামী মে মাসে শেষে দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশ-বিদেশে বসবাসরত, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-পড়শী সবার কাছে দোয়া চেয়েছেন।