কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় নকল করতে গিয়ে বহিস্কৃত
প্রকাশিত হয়েছে : ৩ মে ২০২৩, ৬:০৯ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
পরীক্ষায় নকল করতে গিয়ে বহিস্কৃত হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শুভ্র সিংহ। বুধবার (৩মে) উপজেলার তেতইগাও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক কর্মকর্তা সামছুন্নাহার পারভিন।
কেন্দ্র সুত্রে জানা যায়, মাধ্যমিক বোর্ড পরীক্ষা (এসএসসি)ইংরেজি ১ম পত্র তেতইঁগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন পরীক্ষার হল পর্যবেক্ষণ করা কালীন সময়ে নকল করার সময় হাতে নাতে ধরা পড়েন কমলগঞ্জ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভ্র সিংহ,যাহার পরীক্ষার রোল ১১৬৪০৩।
কেন্দ্র সচিব শাহেনা বেগম বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন পরীক্ষার হল পর্যবেক্ষণ করা কালীন সময়ে নকল করার সময় হাতে নাতে ধরা পড়েন কমলগঞ্জ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভ্র সিংহ,যাহার পরীক্ষার রোল ১১৬৪০৩। নকলসহ ধরা পড়লে তাকে ওই পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। প্রশাসন এখন তার শাস্তি নির্ধারণ করবে। আমি বোর্ডে তার তথ্য পাঠিয়েছি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন নকলসহ ধরা পড়া ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করার সত্যতা নিশ্চিত করেন।