মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডে সার্ভে কাজ শুরু
প্রকাশিত হয়েছে : ২ মে ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার পৌরসভা কর্তৃক হোল্ডিং ট্যাকস্ ট্রেড লাইসেন্স, পানি ও নির্মাণ সংক্রান্ত সার্ভে কাজের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) সকালে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে ১নং ওয়ার্ডের কাশীনাথ রোডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।
১নং ওয়ার্ড কাউন্সিলর পার্থ সারথী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন।
এসময় মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রোবার স্কাউটের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, হোল্ডিং ট্যাকস্ ট্রেড লাইসেন্স, পানি ও নির্মাণ সংক্রান্ত সার্ভে কার্যক্রম ১নং ওয়ার্ড থেকে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডগুলোতেও এর কার্যক্রম শুরু হবে।