স্কটল্যান্ডের আবাডিনে সৈয়দ শাহ মোস্তফা ( রহ.) জামে মসজিদে শানে রিসালাত কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১ মে ২০২৩, ৪:০৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
সৈয়দ শাহ মোস্তফা (রহ) জামে মসজিদ আবাডিন স্কটল্যান্ডে মসজিদের প্রতিষ্ঠাতা সৈয়দ ফারুক আহমদ এর সভাপতিত্বে এবং ড. লিসমানা এবং ইমাম হাফিজ মো: রুহুল আমিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শানে রিসালাত কনফারেন্স এবং শিশু-কিশোরদের মধ্যে কেরাত প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী করা হয়,
আজ দুপুর ১২ ঘটিকায় শুরু হওয়া কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স বার্মিংহাম এর চেয়ারম্যান মাওলানা এম এ কাদির আল হাসান. বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা বদরুজ্জামান রিয়াদ, ফুলতলী ইসলামিক সেন্টার এর প্রিন্সিপাল শায়খ আবুল হাসান, সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, আনজুমানে আল ইসলাহ ইউকের রচডেল শাখার সাধারন সম্পাদক হাফিজ দেলওয়ার হাসান সুমন।
অন্যান্যের মধ্য উপস্তিত ছিলেন হাজী চন্দন মিয়া, নাজমুল হক চৌধুরী কামাল , বদরুল ইসলাম সহ প্রমূখ. কনফারেন্সে বক্তাগন বলেন
আল্লাহর নৈকট্য অর্জন রাসুল (সা.) এর মহব্বত ও অনুসরণ এর বিকল্প নাই, এসময় তারা রাসুল (সা.) এর সুমহান আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পরিশেষে মিলাদ এবং দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।