ট্রেন লাইন থেকে নারীর কাটা লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৩, ২:৩৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার গোপালনগর রেল গেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল ) সকাল সাড়ে ৮ টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর কালনি এক্সপ্রেসে কাটা পড়ে স্বর্ণা দেব (৩০) মৃত্যু হয়।পরে স্থানীয়রা নারীর কাটা লাশ দেখে কমলগঞ্জ থানাকে অবগত করেন।
স্থানীয় সুত্রে জানা যায়,নিহত স্বর্ণা দেব মানসিক রোগী ছিলেন।তিনি পৌরসভার ১ নং ওয়ার্ডের গোপালনগর গ্রামের মৃত সীতেশ দেবের মেয়ে। তার বিয়ে হয়েছিল কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায়। তার ৩ বছরের রয়েছে এক সন্তান রয়েছে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক পবিত্র শেখর দাস ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহত মহিলার মানসিক ভারসাম্যহীন বাবার বাড়িতে এসে এই দুর্ঘটনাটি ঘটে।