আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির আশংকায় দ্রুত ধান কাটার জন্য মাইকিং
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৩, ৭:২৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের রাজনগরের কাউয়া দিঘি হাওর অঞ্চলে দ্রুত বোরো ধান কাটার জন্য সর্তক করে দিনভর মাইকিং করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। আবহাওয়া বিভাগের তথ্যমতে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির আশংকা রয়েছে ওই এলাকায়। কৃষকরদের ফলানো ফসল দ্রুত কেটে নেওয়ার জন্য এমন প্রচারণা চালিয়েছে সংশ্লিষ্ট বিভিগ।
রাজনগর উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, আকস্মিক ভাবে এই অঞ্চলে কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। উর্ধ্বতন কতৃর্পক্ষের নিদর্শনায় এমন প্রচারণা চালানো হয়। কাউয়া দিঘি হাওর এলাকার পাচঁগাও ইউনিয়নের মজর মিয়া বলেন, আমরা দুপুরে মাইকিং শুনার পর থেকে ধান কাটায় তৎপর হয়েছি।
তবে শ্রমিক সংকট রয়েছে। হাওর কাউয়া দিঘিতে পর্যাপ্ত পরিমাণ হারভেস্টার মেশিন নেই। হাওর অঞ্চলের সোনামপুর গ্রামের আব্দুর রউফ বলেন, এখনো অর্ধেক ধান কাটার বাকী রয়েছে। আমাদের এলাকায় হারভেস্টার মেশিন নেই। শ্রমিকের মজুরি বেশী থাকায় ধীরগতিতে ধান কাটা চলছে। মাইকিং শুনে দ্রুত কাটার চেষ্টা করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো:রেজাউল করিম বলেন, হাওর কাউয়াদিঘির নিম্নাঞ্চলের ধান দ্রুত কাটার জন্য আমরা উর্ধ্বতন কতৃপক্ষের নিদর্শে মাইকিং এর ব্যবস্থা করেছি। রাজনগর উপজেলার হাওর অঞ্চলের পাঁচগাও, ফতেপুর,মুন্সীবাজার ইউনিয়নের হাওর এলাকায় ৪টি হারভেস্টার মেশিনে ধান কাটা চলছে। মাইকিং হওয়াতে কৃষকদের কাজের গতি আরো বেড়েছে। যেখানে হারভেস্টার যেতে পারেনি সেখানে শ্রমিক দ্বারা কাটানোর জন্য আমরা পরামর্শ দিচ্ছি। কাউয়া দিঘি হাওরের ৬০ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে।