নেত্রকোনা খালিয়াজুড়ি একযুবক কে হত্যা করা হয়েছে
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৩, ১০:৫৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ
২০ এপ্রিল ২০২৩ ইং নেত্রকোনা জেলা খালিয়াজুড়ি সদর আদমপুর গ্রামের মোঃ সাব্বির মিয়া (৩০) উপরে দুর্বৃত্তরা হামলা করে , পরে খালিয়াজুড়ি সদর হাসপাতাল ২৪ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । ঘটনার বিবরণ উল্লেখ করে নিহত সাব্বির মিয়া বাবা মোঃ শাহিন মিয়া বলেন সৈকত চৌধুরীসহ যারা মিলে আমার ছেলে কে হত্যা করেছে তারা হলে অন্যায়, অত্যাচারী , খুনি ও খারাপ প্রকৃতির লোক । জানা যায় নিহত মোঃ সাব্বির মিয়া বাবা বাদী হয়ে ২৫/০৪/২০২৩ ইং খালিয়াজুড়ি সদর থানা মামলা করেন, মামলা উল্লেখ করেন আসামীগনের সহিত আমাদের বিভিন্ন বিষয়ান্তে মনোমালিন্যে চলিয়া আসিতেছে। এরেই জের ধরিয়া আসামীগন আমাদের ক্ষতির অপচেষ্টায় লিপ্ত থাকিয়া বিভিন্ন উপায়ে ক্ষতি সাধন করিয়া আসিতেছে। সৈকত চৌধুরী পবিত্র রমজান মাসে ধর্মীয় অনুভুতিতে আঘাত এনে প্রকাশ্যে, দিবালোকে রেস্তরা ব্যবসা পরিচালনা আসিতেছে এবং বিভিন্ন সময় ইসলাম ধর্মীয় কাজে বাধা প্রযোগ করত। ঘটনার তারিখ ও সময়ে আমার পুত্র সাব্বির মিয়া (৩০) (ভিকটিম) বাজার কমিটির সভাপতি সহ কয়েকজন মুসুল্লি সাথে নিয়ে আসামীগনদের রমজান মাসে দিবালোকে রেস্তরা ব্যবসা বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রবীর চৌধুরী ও সম্পদ দাশ উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গোপেশ চৌধুরী এবং সুবির চৌধুরী সহ আমার পুত্র সাব্বির মিয়ার উপর হাতাহাতি শুরু করে , এক পর্যায়ে আমার পুত্র সাব্বির মিয়াকে উদ্দেশ্য করে সৈকত চৌধুরী তার জিলাপী ভাজার গরম তেল সাব্বির মিয়ার শরীরে ছিটকে মারে। ঐ মুহুর্তেই তাহার সমস্ত শরীর ঝলসে যায়। ঐ সময় আসামীগন ছত্রভঙ্গ হইয়া পরে। সাব্বির মিয়ার শারীরিক অবস্থা আশংকাজনক দেখিয়া তাৎক্ষনিক তাহাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থা অবনতি হলে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়, এবং চিকিৎসাধীন অবস্থায় ২৪/৪/২০২৩ ইং মৃত্যু হয়। আসামীগন পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পনায়, পূর্ব শত্রুতার জের ধরিয়া আমার পুত্রকে হত্যা করিয়াছে । অফিসার ইনচার্জ খালিয়াজুড়ি থানার বলেন এই বিষয়ে খালিয়াজুড়ি সদর থানা ২৫/০৪/২০২৩ইং অভিযোগ পেয়েছি, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক,সৈকত চৌধুরীসহ আর চার জন কে আসামী করে মামলা করেন মোঃ শাহিন মিয়া , গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। কাউকে ছাড় দেয়া হবে না।