প্রেমনগর চা বাগান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৩, ৮:২৩ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগরের এনটিসি মালিকানাধীন প্রেমনগর চা বাগানে ঘরবাড়ি মেরামতের দাবিতে প্রায় তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছে সাধারণ চা শ্রমিকরা। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে বাগানের সাধারণ শ্রমিকরা কাজে না গিয়ে বাগান অফিসের সামনে অবস্থান নেয়। পরে দুপুর ১২টার দিকে বাগান ব্যবস্থাপক কর্তৃক ঘরবাড়ি মেরামত করে দেয়ার আশ্বাস প্রদান করায় শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে।
বাগান পঞ্চায়েত কমিটির সেক্রেটারি সুভাষ কর্মকার জানান, নিয়ম অনুযায়ী বর্ষা মৌসুমের শুরুতে শ্রমিকদের কাঁচা ঘরবাড়ি এনটিসি কোম্পানি কর্তৃক মেরামত করে দেয়ার কথা। কিন্তু বর্তমান বর্ষা মৌসুমে মেরামত করে না দেয়ায় আমরা আন্দোলন করছি। আমরা আমাদের দাবী আদায়ের জন্য কর্মবিরতির ডাক দিলে কোম্পানি কর্তৃক আমাদের ঘরবাড়ি মেরামত করে দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। তাই দুপুর ১২টার দিকে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি।
গিয়াসনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য কয়েস আহমদ বলেন, ‘আমার ওয়ার্ডের প্রেমনগর চা বাগানের শ্রমিকরা সকাল ৯টা থেকে ঘরবাড়ি মেরামতের দাবীতে কর্মবিরতি শুরু করে। দুপুর ১২টার দিকে কর্মবিরতিতে যাওয়া চা শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেন।
এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার বাগান ব্যবস্থাপকের মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।