দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৩, ৮:২১ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রাঙ্গাউটি রিসোর্টে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে শহরের অভিজাত্য রাঙ্গাউটি রিসোর্ট হল রুমে আয়োজিত ঈদ পুর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা জহুরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক সাংসদ সৈয়দা সায়রা মহসিন, বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মোঃ রায়হান শহিদ, বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার এ এইচ এম ইয়াছিন চৌধুরী প্রমুখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসকগন, অতিরিক্ত পুলিশ সুপারগন, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খাঁন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা মহসিন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, মৌলভীবাজার ও রাজনগর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আইনজীবীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীগন প্রমূখ।
অতিথিরা তাদের বক্তব্যে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করায় চেম্বার সভাপতিসহ সর্বস্তরের চেম্বার পরিচালক ও সদস্যদের ধন্যবাদ জানান। তারা, রমজানের একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর এর আনন্দ উপভোগ করার জন্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনকে সাধুবাদ জানান।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সবাই আনন্দে মেতে উঠে।