মৌলভীবাজার জেলা বিএনপির ঈদ পুনর্মিলনী
অনির্বাচিত অবৈধ সরকার দেশ চালাচ্ছে- নাসের রহমান
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৩, ৮:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
অনির্বাচিত অবৈধ সরকার দেশ চালাচ্ছে- বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের বাহারমর্দ্দনে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এম নাসের রহমান বলেন, আজ সরকার জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। এখান থেকে মুক্ত হতে হলে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের মালিকানা ফিরে পাবে। দেশের মানুষ এবং পুরো বিশ্ব বাংলাদেশের নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে আছে।
তিনি বলেন, বিশ্ববিবেক ইতিমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে। বাংলাদেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ গভীর সংকট ও বিপদের মধ্যে পড়বে। সুতরাং নিরপেক্ষ নির্বাচন ছাড়া এ সংকটের সমাধান নেই। বিশ্ববাসী বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কীভাবে এখানে বছরের পর বছর ভোট চুরি করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, কীভাবে জনগণের মানবাধিকার লঙ্ঘন করছে। এখানে জনগণের ভোটাধিকার নেই, আইনের শাসন নেই, নিরাপত্তা নেই।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও সাইফুর রহমানের জৈষ্ঠ্য পুত্র এম নাসের রহমানের আমন্ত্রণে এই ঈদ পুনর্মিলনীতে অংশ নেন বিভিন্ন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অংগ সংগঠনের কয়েকহাজার নেতাকর্মী। এম নাসের রহমান এসময় সর্বস্থরের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে নেতাকর্মীরা মরহুম অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, বদরুল আলম, আশিক মোশাররফ, মো হেলু মিয়া, শওকতুল ইসলাম শকু, জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক মো ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহউর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক অলিউর রহমান, জেলা বিএনপির সহ-সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক মো ইদ্রিছ আলী, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি শামিম আহমদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো. জিতু মিয়া, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মাস্টার,
বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ আহমদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া শফি, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন বাবু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, কুলাউড়া উপজেলা বিএনপির নেতা মনির হোসেন চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ জামাল, আলমগীর হোসেন ভূঁইয়া, শামিম আহমদ চৌধুরী, জুড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চুনু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু, জেলা ওলামা দলের সভাপতি মাওঃ আব্দুল হেকিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা জাসাসের সদস্য সচিব জসিম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ শামিম জাফর, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, সৈয়দ ফয়সল আহমদ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ঈমানী, মশিদুল হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ, যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান শিপন, যুগ্ম আহ্বায়ক শিবলু আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, সহ সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক সোহাগ আহমদ, মুহিবুর রহমান সাজিব, হোসাইন আহমদ, কলেজ ছাত্র দলের সভাপতি জনি আহমদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ জাবেদ আলী নাঈম প্রমুখ।