লেখক ও আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন আর নেই
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৩, ৩:১৫ অপরাহ্ণ
বিশেষ প্রতিবেদক::
মৌলভীবাজারের বিশিষ্ট লেখক ও আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন আর নেই।
রোববার (২৩ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে শহরের লাইফ লাইন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
মরহুমের প্রথম নামাযে জানাজা আজ বিকাল ৩টা ৩০ মিনিটে টাউন মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাযে জানাজা বিকাল ৫টা ৩০ মিনিটে মরহুমের নিজ বাড়ি কুইসার সৈয়দ বাড়িতে অনুষ্ঠিত হবে।
অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন ছিলেন স্থানীয় ইতিহাসবিদ, লেখক ও ইসলামিক চিন্তাবিদ। স্থানীয় ইতিহাস নিয়ে তিনি বিভিন্ন বই লিখেছেন।
তিনি পেশাগত জীবনে নোটারি পাবলিক আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
তিনি মৌলভীবাজার মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখেন।
তিনি মৌলভীবাজার টিবি হাসপাতাল সড়কের বাসিন্দা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কুইসার সিংকাপন গ্রামে।